১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:০৯
শোকাবহ আগস্ট; ছাত্রলীগ নেতা আপন দাসের উদ্যোগে দোয়া ও গণভোজ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ আগস্ট, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল এবং গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার মুন্সিগঞ্জ পৌরসভার জমিদারপাড়া এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক আপন দাসের সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, সহ সভাপতি আসাদুজ্জামান লিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জালালউদ্দিন রুমি রাজন, পঞ্চসার ইউনিয়ন ইউপি সদস্য ও যুবলীগ সভাপতি জাহিদ হাসান, মুন্সিগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সবুজ, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মান্নান দর্পণ, পৌর পূজা উদযাপন পরিষদের আহবায়ক রঞ্জন কুমার সাহা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাকসুদ হোসেন, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক হাসিফ মো. রাফিউ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সিজু, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শিপু প্রমুখ।

error: দুঃখিত!