১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৪:৩৩
Search
Close this search box.
Search
Close this search box.
শেষ জীবনে নৌকার বিরোধিতা না করতে মহিউদ্দিনকে অনুরোধ মৃণাল কান্তি দাসের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনকে উদ্দেশ্যে করে মুন্সিগঞ্জ ৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী মৃণাল কান্তি দাস বলেছেন, ‘জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন নৌকা প্রতীক নিয়ে, আপনার সন্তান দুইবার মেয়র নির্বাচিত হয়েছে নৌকা নিয়ে। আপনার ভাই আনিস উজ্জামান উপজেলা চেয়ারম্যান হয়েছে নৌকা নিয়ে। সকলকে স্বাক্ষী রেখে আমার চাচা মহিউদ্দিন সাহেবের কাছে জোরহাত করে আবেদন করি চাচার জীবনের অনেক বয়স হয়েছে। জীবন সায়াহ্নে নৌকার বিরোধিতায় আপনি যাবেন না। এখনো সময় আছে ফিরে আসুন।’

মৃণাল বলেন, ‘আপনি বঙ্গবন্ধুর মহিউদ্দিন- আমাদের অভিভাবক। পিতৃতুল্য অভিভাবক। আপনার কাছে এই অশোভন কর্ম আমরা আশা করি না। মুন্সিগঞ্জের মানুষ আশা করে না। বাংলাদেশের মানুষ আশা করে না। আপনি ফিরে আসুন।’

তিনি বলেন, ‘আপনাকেও মান্য করি-আপনাকেও সম্মান দেই। গত মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যে ভাষণ আমি দিয়েছি। তার প্রতিউত্তরে আপনি যে বক্তৃতা করেছেন সেখানেই থাকুন। আপনার সম্মান-মর্যাদা একটুও খাটো হবে না। যদি তিনি না আসেন আমার কোন রাগ নেই-ক্ষোভ নেই। সন্তানতুল্য হিসাবে অভিমান থাকতে পারে। চাচাকে আমি অনুরোধ জানাবো- নৌকার পক্ষে আসুন।’

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার বাংলাবাজারে নির্বাচনী উঠানবৈঠকে এসব কথা বলেন তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!