বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭২ তম জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে অন্যতম মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেছেন, দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই তিনি কাজ করতে রাজি আছেন।
এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের গণমানুষের দল। মানুষ পছন্দ করে না এমন কাউকে দল মনোনয়ন দিবে না। সন্ত্রাস,মাদক ব্যবসা, জমিদখল ও পেশিশক্তি প্রয়োগ করে যারা মুন্সিগঞ্জের শান্তিপ্রিয় সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে তাদের সাধারণ মানুষ ভোটের মাধ্যমে জবাব দিতে প্রস্তুত হয়ে আছে।
শুক্রবার বিকেলে জেলা শহরের দর্পনা কমিউনিটি সেন্টার (ঐতিহ্যবাহী দর্পনা সিনেমা হল) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আল মাহমুদ বাবু।
এসময় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বাবুল, জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেরুন নেসা নাজমা, জেলা পরিষদের সদস্য ও যুব মহিলা লীগ জেলা শাখার আহবায়ক মোরশেদা বেগম লিপি। ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন ও মোয়াজ্জেম হোসেন, মহাকালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম বিরাজ, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ জিন্নাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আপন দাস, শ্রমিক লীগ আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর নার্গিস আক্তার, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজল আহম্মেদ মিতালী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ প্রমুখ।