২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:৩২
শেখ হাসিনার নির্দেশে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তদন্তে কমিটি গঠন
খবরটি শেয়ার করুন:

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা পেতে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে।

ক্ষমতাসীন দলটির সভাপতিমণ্ডলীর কয়েকজন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির সদস্যরা হলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী।

দলীয় সূত্রে জানায়, আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী নেতাদের বাদ দিয়ে আর্থিক বাণিজ্যের মাধ্যমে সুবিধাভোগীদের মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইউনিয়দ পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হয়েছে কি না, তা তদন্তে কমিটির ব্যাপারে অাভাস দিয়েছিলেন।

error: দুঃখিত!