৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৬:৪৫
Search
Close this search box.
Search
Close this search box.
শুরু হলো বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল
খবরটি শেয়ার করুন:

ফ্রিল্যান্সারস ও রেড কার্পেট ৩৬৫ লি: এর আয়োজনে ২৬ আগস্ট থেকে শুরু হলো ৫ম বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল। ব্র্যান্ডেড পোশাক ও ফ্যাশন প্রোডাক্ট নিয়ে এই কার্নিভ্যাল চলবে ৩০ আগস্ট পর্যন্ত। রাজধানীর গুলশান-১ এ অবস্থিত এমানূয়েল’স ব্যানকুট হলে চলছে এ কার্নিভ্যাল। এতে ৪৫টির মত দেশি-বিদেশী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য কামরুন নাহার চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন নির্মাতা অনিমেষ আইচ, অভিনেত্রী আশনা হাবীব ভাবনাসহ অনেকেই।

এ ফ্যাশন কার্নিভ্যালে থাকছে শাড়ি, ফ্যাশন ওয়্যার, ফতুয়া, গৃহাস্থালি টেক্সটাইল, কুর্তা, লঅন, প্রিমিয়াম ক্লথ, রেডিমেড পোশাক, সালোয়ার কামিজ, থ্রিপিস, শাল, প্রসাধনী, সৌন্দর্য চর্চার উপকরণ, ফ্যাশন হাউজ, উপহার সামগ্রী, হিজাব, ও সৌন্দর্য সেবার সেবামূলক প্রতিষ্ঠান।

আয়োজকরা জানান, দেশ ও বিদেশের উন্নত পোশাক ও ফ্যাশন দ্রব্য পরিদর্শকদের সামনে উপস্থাপনের জন্য এই আয়োজন। এ কার্নিভ্যাল সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত।

error: দুঃখিত!