১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৮:৪৪
শিশুটিকে মুন্সিগঞ্জে পাওয়া গেছে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ৫ বছর বয়সের একটি মেয়ে শিশু পাওয়া গেছে। বর্তমানে সে মুন্সিগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে রয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর টোল প্লাজায় প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরীর সামনে আখি (৫) নামের একটি মেয়ে শিশু পাওয়া যায়। সে তার বাবার নাম আলমগীর ও তার ঠিকানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বলে জানিয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান রাত সাড়ে ১০ টার দিকে ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘মেয়েটির নিরাপত্তার কথা চিন্তা করে তাকে সমাজসেবা কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। যাতে সে নিরাপদে ও ভয়মুক্ত থাকতে পারে।

তিনি বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করছি মেয়েটিকে তার অভিভাবকদের কাছে তুলে দিতে। ইতিমধ্যে সংশ্লিষ্ট থানা সহ সব জায়গায় আমরা যোগাযোগ করে মেয়েটির ছবি পাঠিয়ে দিয়েছি।

জানা যায়, মঙ্গলবার দুপুরে অটো চালক আবদুস সালাম শিশুটিকে রাস্তায় পেয়ে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ রাতে মেয়েটিকে সমাজসেবা কর্মকর্তার হেফাজতে দেয়।

এদিকে পুলিশের পক্ষ থেকে কেউ যদি শিশুটিকে চিনে থাকেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান এর নাম্বারে-০১৭১৩৭৩৩৯৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

error: দুঃখিত!