১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৮:৪৮
Search
Close this search box.
Search
Close this search box.
শিলইতে শেষ হলো শহীদ শ্যামল বেপারি স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের শিলইতে ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে শহীদ শ্যামল বেপারি স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার বিকালে পূর্বরাখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। পরে মসজিদ মাঠে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে ৩২ ইঞ্চি টেলিভিশন তুলে দেন নোভা ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা এ কে এম ফারুক আহমেদ। রানার্স আপ দলকেও পুরস্কার হিসাবে দেয়া হয় টেলিভিশন।

পুরা স্পোর্টিং ক্লাবের সাথে খেলায় শহীদ শ্যামল স্মৃতি সংঘ ফুটবল টিম বিজয়ী হয়।

সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোভা ইলেকট্রনিকসের পরিচালক মোহাম্মদ দিদার হোসেন, ব্যবসায়ী ইকবাল আলম মাসুম, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন প্রমুখ।

error: দুঃখিত!