২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১১:৩১
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ আগষ্ট, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

পদ্মার ভাঙনের কারণে বন্ধ থাকার ২২ ঘন্টা পর পরীক্ষামূলকভাবে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরী চলাচল শুরু হয়েছে। ফেরীগুলোতে আপাতত পন্যবাহী যানবাহন পারাপার করা হবে বলে জানা গেছে।

শনিবার (১ আগষ্ট) বিকালে নদী ভাঙন কবলিত মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট ও পদ্মা সেতুর কুমারভোগ পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এ বিষয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, আপাতত পরীক্ষামূলক ভাবে রো রো ফেরী চলবে। যদি এটি ভালো কাজ করে তবে যাত্রী পারাপার করা হবে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

এরপরই বিকালে সাড়ে ৫টা দিকে শিমুলিয়া ঘাট থেকে ফেরী বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কাঠালবাড়ির উদ্দ্যেশ্যে ছেড়ে যায়। অপরদিকে কাঠালবাড়ি থেকে ছেড়ে আসে ফেরী ক্যামেলীয়া।

প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম কাদের, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান শাহজাহান মিয়া, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার পদ্মা নদীতে ভাঙন দেখা দিলে দূর্ঘটনা এড়াতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরী চলাচল বন্ধ রাখে ঘাট কতৃপক্ষ। এদিকে ভাঙনের কবলে এরমধ্যই বিলীন হয়েছে শিমুলীয়া ৩নং রো রো ফেরী ঘাট। অন্যদিকে গতকাল শুক্রবার নদী ভাঙন দেখা দিয়েছে পদ্মা সেতুর কুমারভোগ কনস্ট্রাকশন এড়িয়ায়।

error: দুঃখিত!