২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:২৮
শিমুলিয়ায় ফেরি চলাচল সাময়িক বন্ধ
খবরটি শেয়ার করুন:

নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কয়েকদিন ধরেই এই নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

আজ শনিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাঁচ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, কয়েকদিন ধরেই নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সকাল থেকেই সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক গাড়ি অপেক্ষায় আছে জানিয়েছে বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা বলেন, ফেরি চলাচলের জন্য চায়না চ্যানেলে পর্যাপ্ত গভীরতা নেই, যার কারণে ফেরি চলতে পারছে না।

error: দুঃখিত!