২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:২২
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ
খবরটি শেয়ার করুন:

ঘন কুয়াশার কারনে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) বুধবার রাত সাড়ে ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ৭টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে ২ শতাধিক পন্য বাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ, ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

error: দুঃখিত!