১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:৩৪
শিক্ষার্থীদের উপর হা.ম.লা ও কোটা সংস্কারের দাবিতে মুন্সিগঞ্জে ছাত্র সমাবেশ-বিক্ষোভ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদ ও কোটা সংস্কারের একদফা দাবিতে মুন্সিগঞ্জে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মুন্সিগঞ্জে প্রেসক্লাব ফটকে অবস্থান নিয়ে ছাত্র সমাবেশ করে শিক্ষার্থীরা।

পরে কয়েক শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বের হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি সুপারমার্কেট ও কাচারি চত্ত্বরসহ বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠে শহরতলি। বিক্ষোভে অংশ নেয় কয়েক শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

আন্দোলনকারীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার দ্রুত বিচারের দাবি জানান এবং সর্বোচ্চ ৫ শতাংশ রেখে কোটা সংস্কারে সরকারি সিদ্ধান্ত ঘোষনার দাবি জানান।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহরিয়ার আমিন বলেন, ‘আমরা কোটার বিলুপ্তি নয় সংস্কারের দাবিতে সড়কে নেমেছি। এটি লাখো শিক্ষার্থীর যৌক্তিক দাবি। একইসাথে সাধারণ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা করা হয়েছে।

শিক্ষার্থী জাহিদ হাসান ‘সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ উল্লেখ করে বলেন, ‘সরকারের প্রতি অনুরোধ দ্রুত আমাদের কোটা সংস্কারের দাবি মেনে নিতে হবে। এবং নির্যাতনকারীদের চিন্হিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’