২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১০:২৭
শাহ্ সিমেন্টের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ এনে মুন্সিগঞ্জে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৭ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

শাহ্ সিমেন্ট কতৃপক্ষের বিরুদ্ধে ভূমি দস্যুতা সহ বিভিন্ন অভিযোগ এনে মুন্সিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনকারীদের দাবি, মুন্সিগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুরে ৫০ একর জমি দখল করে আছে শাহ্ সিমেন্ট ফ্যাক্টরী কর্তৃপক্ষ।

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু মুজিবুর রহমান সড়কে রবিবার (১৭নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আকস্মিক নানা ব্যানার ও ফেস্টুন নিয়ে নারী-পুরুষরা হাতে হাত ধরে মানববন্ধনে দাঁড়িয়ে যায়।

মানববন্ধনকারীরা জানান, শাহ্ সিমেন্ট ফ্যাক্টরী ভারাটে বাহিনী দিয়ে প্রায় ৫০ একর জমি বেদখল করে নেয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সভা কক্ষে একাধিকবার বৈঠক হলে সম্পত্তির ন্যায্য মূল্য প্রদানের তারিখ নির্ধারণ করলেও দলিল রেজিস্ট্রে না করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে চলেছে শাহ্ সিমেন্ট।

মানববন্ধনকারীরা অতিদ্রুত ভূমি দস্যুদের হাত থেকে বেদখলকৃত জমি পুনরুদ্ধার ও শাহ্ সিমেন্টর বিচারের দাবি জানান ।

জমি মালিক বজলুর রহমান ফটিক জানান, তার প্রায় ১৪ একর ৭০ শতাংশ জমি বেদখল করে আছে।

আরেক জমি মালিক আরশ দেওয়ান জানান, তার ১৩ একর ৮৪ শতাংশ জমি দখল করে আছে এই সিমেন্ট ফ্যাক্টরী। তিনি জানান, আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্বেও এই জমিতে স্থাপনা তৈরী করা হচ্ছে। সরকারি হালট বন্ধ করে ফটক তৈরী করে ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

মানববন্ধনে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন হাজী আব্দুল বাতেন, নাসির উদ্দিন মোল্লা, এম এ রশিদ প্রমুখ।

পরে তারা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। পরে দুপুর পৌনে ১টার দিকে স্মারকলিপি প্রদান করে।

error: দুঃখিত!