মুন্সিগঞ্জ ২৬ অক্টোবর, ২০১৯, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’– এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজংয়ে কমিউনিটি পুলিশিং দিবস ২০১৯ পালিত হয়েছে। লৌহজং থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় থানা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন ও মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা ইসলাম।
আলোচনা সভার শুরুতে কমিউনিটি পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে এর উদ্বোধন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন।
শুভেচ্ছা বক্তব্য দেন ও সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন খান, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ও থানা পুলিশিং কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মনোজ কুমার অমিত।
সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশ তাঁদের দায়িত্ব ঠিকমতো পালন করলে সামাজিক অপরাধ ও আদালতে মামলার সংখ্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা থানা মাঠ থেকে শুরু হয়ে লৌহজং কলেজ রোড পর্যন্ত প্রদক্ষিণ করে।