২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:৫৭
লৌহজংয়ে ৩ স্বর্ণের দোকানে ডাকাতি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মালিরঅংক বাজারে মঙ্গলবার দিবাগত রাতে তিনটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ৩২ ভার র্স্বালংকারসহ ও ২ লাখ ৫১ হাজার টাকা লুট করে নিয়েছে ডাকাতরা। ডাকাতের ছোড়া ককটেলে দুই পুলিশ সদস্য ও ডাকাতিকালে স্বর্ণের দোকানের দুই ব্যক্তিসহ মোট ৪ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মালিকর অংক বাজারের কার্তিক দাসের ভাই ভাই গহনলয়ের শাটারের তালা ভেঙে ডাকাতরা ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাতারা তার দোকান হতে দুটি সিন্দুকে রাখা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ লাখ নিয়ে যায়। এসময় ঘরে থাকা কার্তিক দাসের কর্মচারী মরুদাস ডাকাতদের বাধা দিলে তারা মরুকে পিটিয়ে আহত করে। এর পর অজয় বর্মণের বৃষ্টি গহনালয়ের তালা ভেঙে তিন/চার ভরি স্বর্ণালংকার ও নগদ তিন হাজার টাকা নিয়ে যায়। তারপর গবিন্দ দাশের দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় দোকানে শুয়ে থাকা গবিন্দ দাস ডাকাতের উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে তার মাথায় ডাকাতরা শাবল দিয়ে অঘাত করলে গবিন্দ গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গবিন্দর দোকান থেকে ডাকাত দল ১৪ ভরি স্বর্ণালংকার, ১৫ ভরি রোপা ও নগদ ৯৮ হাজার টাকা লুট করে। রাত তিনটার দিকে ডাকাতি শেষে পালিয়ে যাবার সময় পুলিশের টহল দলের মুখে পড়ে ডাকাত দলটি। এসময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে ডাকাতদল পুলিশকে লক্ষ করে ৫টি ককটেল নিক্ষেপ কলে। ডাকাতের ছোড়া ককটেলে লৌহজং থানার এএসআই প্রকাশ চন্দ্র সরকার ও কনষ্টেবল নিখিল চন্দ্র গুরুতর আহত হয়। আহত অবস্থায় জীবনের বাজি নিয়ে পুলিশ জনতার সহায়তায় বেজগাও নদীর পার হতে একজনকে ডাকাতকে গ্রেপ্তার করে। পরে শিমুলিয়া ফেরি ঘাট এলাকা হতে একজন ও অপর জনকে ঘোলতলী বাস স্ট্যান্ড হতে গ্রেপ্তার করে। প্রেপ্তারকৃত ডাকাতরা হলো শরিয়তপুরের আবুল হকের পুত্র মো. আহাদুল হক(৩৫), পটুয়াখালীর দশমিনা থানার বড় গোপালদি গ্রামের মো. ইদ্রিস আজমের পুত্র মে. মাহফুজ আহমেদ (৩০), কুমিল্লার মুরাদনগর থানার পাঁচ খিত্তা গ্রামের আব্দুল বারেকের পুত্র মো. জাহাঙ্গীর (৪০)।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোল্লা জাকির হোসনে জানান, পুলিশ তিন ডাকাতকে ধরতে সক্ষম হয়েছে। ডাকাতির কিছু মালামালও উদ্ধার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে লৌহজং থানায় একটি ডাকাতির মামলার প্রস্তুতি চলছে।

error: দুঃখিত!