লৌহজংয়ে আগুন নেভাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিল্লাল বেপারী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সে উপজেলার কনকসার গ্রামের মান্নান বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী কনকসারের শাহীন বেপারী জানিয়েছেন, শনিবার রাত ১০টার দিকে তার পাশের বাড়ি অমিত কাপালীদের বাড়িতে আগুন লাগে। এ সময় বিল্লালসহ প্রতিবেশীরা আগুন নেভাতে এগিয়ে যায়। আগুনের লেলিহান শিখায় ঘরের বিদ্যুতের তারের রাবার পুড়ে গলে এর ধাতব অংশ বেরিয়ে পড়ে। বিল্লাল বেরিয়ে পড়া ধাতব অংশের বিদ্যুতবাহিত তারের ওপর দিয়ে পানি ঢালতে গেলে বিদ্যুতের তারে জাড়িয়ে বিদ্যুতস্পর্শে মারা যায়।
এ অগ্নিকান্ডের ঘটনায় বাড়ির একটি ঘর ভস্মীভূত হয়েছে।