মুন্সিগঞ্জ ১৪ নভেম্বর, ২০১৯, রুবেল মাদবর (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় রিকাবী বাজার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানী লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডল, রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলমগীর কবির, নাসিমা ইয়াসমিন, মোঃ আব্দুল সালাম মনা, মোঃ রায়হান রহমান বজলু, নৈদিঘীর পাথর পশ্চিম পাড়া জামে মসজিদ এর ইমাম মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ দিদার মিয়া, মোঃ মাহাবুব রহমান, রিকাবী বাজার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারি শিক্ষক প্রতিমা রাণী সাহা,অঞ্জনা সাহা, বিলকিস আরা, মোঃ মাজেদুল শেখ, ফাজানা বেগম, ফেরদৌসী আক্তার, অপি সাহা, জাকিয়া আক্তার প্রমুখ।