মুন্সিগঞ্জ, ৮ মে, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপালে তৃতীয় লিঙ্গ ও দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৮ মে) দুপুরে রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) এর পক্ষ থেকে দুই শতাধিক তৃতীয় লিঙ্গ ও দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন স্থানীয় সমাজসেবক পারভেজ বেপারী।
এসময় আরও উপস্থিত ছিলেন, হাতিমারা পুলিশ ফাড়ির ইনচার্জ শামীম উদ্দিন।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বল্লালবাড়ি পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সানাউল্লাহ বেপারি, সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন দেওয়ান, মোতাল্লি মহাসিন তালুকদার, সহ সভাপতি হাজী গিয়াসউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম বেপারি, কালাম দেওয়ান, প্রচার সম্পাদক মিল্লাত দেওয়ান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিশতিয়া বেপারি, রামপাল ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেস শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রনি শেখ।