২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:৫৮
রাজবাড়ীতে র‌্যাবের হাতে মুন্সিগঞ্জের ২ মাদক ব্যবসায়ী ফেন্সিডিল সহ আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৭ নভেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী শহরের চরলক্ষীপুর থেকে ৯৪১ বোতল ফেন্সিডিল ও একটি মাইক্রোবাসসহ মাদক ব্যবসায়ী চক্রের ৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ সদস্যরা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনই মুন্সিগঞ্জের। র‌্যাব সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের আটক ২ জন হচ্ছে, মুন্সিগঞ্জ জেলা সদরের সরদারপাড়া এলাকার মৃত মনির হোসেনের ছেলে মোঃ নাসির উদ্দিন (৩০), ভিটিশীল মন্দি গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ রুবেল (৩২)

আটক আরেকজন চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাজারবিঘি গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মর্তুজা আলম (৩৬)।

ফরিদপুর র‌্যাব-৮ -এর উপ-পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, র‌্যাব-৮ সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে আগত অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে পাংশা রাজবাড়ী রুট ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী বিক্রি করে থাকে।

এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।

এরপর শুক্রবার সকালে তারা জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র রাজবাড়ী হয়ে একটি ফেন্সিডিলের চালান বিক্রয়ের জন্য নিয়ে যাবে।

এ প্রেক্ষিতে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলার সদর থানাধীন চরলক্ষীপুর গ্রামস্থ জনৈক মোঃ আনসার সরদারের বসত বাড়ির সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের উপর থেকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে একটি মাইক্রোবাস তল্লাশী করে ৯৪১ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে এবং মোঃ নাসির উদ্দিন, মোঃ রুবেল ও মোঃ মর্তুজা আলম কে গ্রেফতার করে।

এ সময় আসামীদের হেফাজত থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ টি সিমকার্ডসহ ৩টি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৫০০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

পরবর্তীতে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, ধৃত আসামীগণ উক্ত বিপুল পরিমান ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে থাকা মাইক্রোবাসে করে পরিবহন করছিলো এবং তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে এবং উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

error: দুঃখিত!