৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৬:৪৮
রাজধানীতে চার ‘ডাকাত’ গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

রাজধানীর খেজুর বাগান এলাকায় থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহজালাল, মো. শাহিন আলম, মো. শরিফ ও মো. টিপু সুলতান। এ সময় তাদের হেফাজত হতে ১টি চাপাতি, ১টি ছুরি ও ২টি লোহার রড উ্দ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।

পুলিশে দাবি করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সক্রিয় ডাকাত দলের সদস্য একে অপরের সাথে যোগসাজোসের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। এ সংক্রান্তে শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায়, এসআই সাইফুল ইসলামের নেতৃত্ত্বে অভিযানটি পরিচালিত হয়।

error: দুঃখিত!