যৌনতা নিয়ে মুখে সংযমী পুরুষরাই গোপনে বেশি পর্ণ দেখেন বলে দাবি করা হয়েছে নতুন এক জরিপে। ১৯৯৮ জন পুরুষের উপর জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছে বাসেল ডটকম।
জরিপে অংশগ্রহণকারীদের তিনটি ভাগে ভাগ করে ওয়েবসাইটটি। তিনটি বিভাগ হচ্ছে, যারা যৌনতার প্রতি অতি আগ্রহী, যাদের যৌন মিলনের অভিজ্ঞতা রয়েছে এবং যারা যৌনতা নিয়ে সংযমী।
জরিপের ফলাফলে দেখা গেছে যারা যৌনতাকে মুখে পছন্দ করেন তারা আদৌ পর্ণোগ্রাফিতে আগ্রহী নন বরং যারা যৌনতা নিয়ে বেশি সংযমী তারাই পর্ণোগ্রাফিতে বেশি আগ্রহী।