২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ২:২০
যৌথ প্রযোজনার ছবিতে শাকিব-শুভশ্রী
খবরটি শেয়ার করুন:

বর্তমানে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ছবি নির্মাণে জোয়ার বাইছে। সুযোগ পেলেই যৌথ প্রযোজনার দিকে পা বাড়াচ্ছেন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ছবিগুলোতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক-নায়িকারা। কিন্তু এখন পর্যন্ত ঢালিউড কিং শাকিব খান সেই তালিকা থেকে বাদ ছিলেন। এবার তিনিও স্রোতে গা ভাসালেন।

যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। এতে তার বিপরীতে অভিনয় করবার কথা রয়েছে কলকাতার নায়িকা শুভশ্রীর।

সূত্র থেকে আরো জানা যায়, ছবিটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। ছবিটি পরিচালনা করবেন রাজা চন্দ। আজ এফডিসিতে শাকিব ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হোন।

এর মধ্য দিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যৌথ প্রযোজনার ছবিতে নাম লেখালেন শাকিব খান। এর আগে বেশ কয়েকবার শাকিব খানের যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার কথা শোনা গেলেও তার বাস্তব কোন রূপ দেখা যায়নি।

শুভশ্রী এর আগে যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ অভিনয় করেছেন। গত বছর ছবিটি মুক্তি পায়।

error: দুঃখিত!