মুন্সিগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘সমালোচনা না থাকলে মানুষ একতরফা হয়ে যায়। গঠনমুলক সমালোচনার দরকার আছে। আর না হয় মানুষ একতরফা হয়ে যায়। তবে সমালোচনার সাথে সৌন্দর্য থাকতে হবে- এসব কথা বলেছেন মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মিরকাদিমের তিলারদিচর এলাকায় মিরকাদিম পৌরসভার প্রায় এক কোটি টাকা ব্যয়ে ৩ টি কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় পৌরসভার আরাফাতনগর, নৈয়দীঘির পাথর, বাঁশতলা এলাকায় পৃথক রাস্তা ও ড্রেনসহ ৩ টি কাজের উদ্বোধন করা হয়।
তিনি বলেন, ‘আমরা সমাজের অনেক দায়িত্বশীল লোক। আমাদের কাছ থেকে মানুষ শিখে। আমাদের কাছ থেকে মানুষ জানতে চায়। আমরা যা বলি আমরা তা করি, আমরা কাগজের বাঁঘ না।
এসময় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে উদ্দেশ্য করে মেয়র শাহিন বলেন, ‘কিছু কিছু মানুষ খুব বড় স্থানে থাকে কিন্তু নিজের ওজনটা নিজে ভুলে যায়। নিজের মাপ সম্পর্কে তার নিজের কোন ধারনা নাই। যখন কথা বলে তখন অসত্য কথা বলে, অসুন্দর কথা বলে। খারাপ লাগে।’
মেয়র শাহিন বলেন, ‘আমার খুব অবাক লাগলো। গত ৩১ অগাস্ট আমাদের প্রিয় এমপি মহোদয় এনায়েত নগরে একটা মিটিং করলেন। আমরা খুশি হয়েছি। কিন্তু উনি কতগুলো কথা বলেছেন যেগুলো অসুন্দর ও লজ্জাজনক। এটা মীর্জা ফখরুলের ভাষা হইতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিরোধী দল তাদের ভাষা হতে পারে। এটা উনার ভাষা হতে পারে না’
মেয়র শহিদুল ইসলাম শাহিন আরও বলেন, ‘উনি কয়েকটা কথা বলেছেন, আমি খুব শিউরে উঠেছি। আমার খুব অবাক লেগেছে। উনি বলেছেন- আপনাদের এখানে হিন্দু বাড়ি দখল করে, চাঁন্দাবাজি করে ঐসমস্ত লোকদের আপনারা পরিহার করবেন। আপনাকে স্বাগত জানাই, আপনাকে ধন্যবাদ জানাই। বাবু, আপনাকে বলতে হবে কোন হিন্দু বাড়িটা লুট হয়েছে। যদি কখনো কোন মঞ্চে দাড়ান, পিতার সন্তান হন আপনাকে বলতে হবে।’
মেয়র বলেন, ‘আমার কষ্ট হয়, লজ্জা হয়। আপনার জন্য ৩০ ডিসেম্বর ২০১৮ তে যেই উপকার করেছি, যেই কাজ করেছি সেই ঋণগুলো এখন আপনি শোধ করছেন। আপনি সত্যিই একজন যোগ্য লোক। যেই যোগ্য লোকটা ঋণ শোধ করতে যানে। যেটা আপনি পারেন যেই গুনটা হয়তো আমাদের নেই। আল্লাহ যাতে এমন গুন থেকে আমাদের রক্ষা করেন।’
মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন সাংসদ মৃণাল কান্তি দাস কে উদ্দেশ্য করে আরও বলেন, ‘আজকে সমালোচনা করেন, আপনার ভোকাল ছিলাম, আপনার সেকেন্ড ম্যান ছিলাম। ঢেউ উঠে না, ঢেউ উঠানোর জন্য আমি মরিয়া হয়ে গিয়েছিলাম। নিজের ইলেকশনেও কখনো এরকম কাজ করি নাই।’নিজের নির্বাচনে কখনো এত কষ্ট করি নাই। আমার কষ্ট হয় এবং লজ্জা হয়। আপনি থানা ঘেড়াও করবেন কেন?’
মেয়র শাহিন বলেন, ‘আপনি যা যা করতে চান আপনাকে আমরা সাপোর্ট দিবো, আপনি ভালো কাজ করবেন। থানা ঘেড়াও আপনার মত একজন দায়িত্বশীল লোকের পক্ষে সম্ভব? আপনাকে কেনা যায় না? আপনাকে কেনার জন্য কেউ দর করে নাই। আপনি নিজেকে কেনার বস্তু মনে করেন কেন? আশা করি সকলের শুভবুদ্ধির উদয় হবে।’
মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র আবদাল হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আবু তাহের, কাউন্সিলর আজমান হোসেন, কাউন্সিলর আব্দুল মজিদ, কাউন্সিলর সোহেল মনির, মহিলা কাউন্সিলর সানোয়ারা বেগম, বর্ণালী স্যাটালাইট চেয়ারম্যান বাবুল আহম্মেদ প্রমুখ।