নিজস্ব প্রতিবেদক: ভোট কারচুপি, কেন্দ্র দখল ও সহিংসতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাড়ানোর পরও মোল্লাকান্দি ইউপি নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মাদ রিপন পাটোয়ারি বাড়ী ও তার সমর্থকদের বাড়ী ভাংচুর ও হুমকি প্রদান করে নবনির্বাচিত চেয়ারম্যান মহসিনা হক কল্পনার লোকজন । এমনি অভিযোগ করে আমঘাটা এলাকাবাসী ।
এলাকা ঘুরে দেখাগেছে গতকাল রাত থেকে আমঘাটা , রাজারচর ,চৈতাচ্চর ,মাকহাটি এলাকার রিপন এর সমর্থরা ভয়ে গ্রাম ছেড়ে আত্নীয় স্বজন দের বাসায় আশ্রয় নিয়েছে । এমনকি রিপন হোসেন তার পরিবার নিয়ে গতকাল সকাল থেকে শহরে আশ্রায় নেয় । আতঙ্কে দিন কাটাচ্ছে সেসকল গ্রামবাসী ।
এই বিষয়ে মহসিনা কল্পনা বলেন , আমার লোকজন এসকল কাজ করেনি , আমি পুলিশ ও প্রশাসনের সাহা্য্য যে কোন অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে সেই চেষ্টা করবো ।
এর আগে ভোটগ্রহণ শুরুর পর বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শিল্পকলার সামনে জিপসি ফুড কর্নারে ৩-৪ জন সাংবাদিকের সাথে আলাপ করে সে নির্বাচন বর্জন করেন ।ও পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি।