১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:২৭
মেলায় রং দিয়ে চিংড়ির মাথা ভেজে বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ আগষ্ট, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে রং দিয়ে চিংড়ির মাথা ভেজে বিক্রি করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টা’র দিকে সদর উপজেলায় হাতিমারা চৌরাস্তা ও তেলের পাম্প এলাকায় মেলায় অভিযান চালায় ভোক্তা অধিকার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, হাতিমারা চৌরাস্তায় আল মদিনা সুইটসে মনিটরিং কালে দেখা যায় যে, উৎপাদিত রসমালাই, দই, ঘি, টক দই প্রভৃতি পণ্য সামগ্রীর মোড়কে উতপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ পরিমান উল্লেখ করা হচ্ছে না। দোকান টিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তেলের পাম্প এলাকায় মেলায় রাজন স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং দিয়ে চিংড়ির মাথা ভেজে বিক্রি করা হচ্ছে। দোকান টিকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং খাবারে ননফুডগ্রেড রং মিশাতে নিষেধ করা হয়।

আবুল স্টোরে মনিটরিং কালে দেখা যায়, লাড্ডু, খোরমা প্রভৃতি খাবারে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং মিশানো হচ্ছে। দোকান টিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

error: দুঃখিত!