মুন্সিগঞ্জ, ১২ আগষ্ট, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান দুই আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, বুধবার (১০ আগস্ট) রাত ১১টা’র দিকে তথ্য প্রযুক্তির ব্যবহার করে টংগিবাড়ী উপজেলার হাসক্ষিরা এলাকা থেকে ছিনতাই মামলার আসামি দক্ষিণ পাইকপাড়া এলাকার মৃত আবু বক্কর সরদারের ছেলে অস্ত্র- মাদক ছিনতাই সহ অন্তত ১০টি মামলার আসামি আতাউর রহমান লিউ (৩০) ও হাসক্ষিরা এলাকার মালেক বেপারীর ছেলে রাজিব (২৩) কে আটক করা হয়।
পরে বাদী আসামিদেরকে ছিনতাইয়ের সাথে জড়িত বলে সনাক্ত করেন।
তিনি আরও জানান, আটক আসামিদের নিয়মিত মামলায় কোর্টে সোপর্দ করা হয়েছে।