মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ চরকিশোরগঞ্জ এলাকায় সন্ত্রাসী হামলায় পিতা-পুত্র ছুরিকাহত হয়েছে ।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে চরকিশোরগঞ্জ এলাকার মধ্য চর হোগলায় এ ঘটনা ঘটে। জানাযায় পূর্ব শত্রুতা জের ধরে মো: হোসেন আলীর বাড়িতে হারুন-মোতালেবের সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী হামলা চালায় । এসময় হামলাকারীদের ছুরির আঘাতে পিতা মো: হোসেন আলী (৫৫) ও পুত্র মো:জসিম উদ্দিনকে (৩৫) ছুরিকাহত হয়। ছুরিকাহত পিতা মো: হোসেন আলী (৫৫)কে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মো:জসিম উদ্দিনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মো: জসিম উদ্দিন জানান, কেন বা কি কারনে এ হামলা চালানো হয়েছে তা তাদের জানা নেই। তিনি আরো জানান এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সোনারগাওঁ থানায় মামলার প্রস্তুতি চলছে।