২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:২৭
মুন্সীগঞ্জ সদরে জমিসংক্রান্ত বিরোধে সংখ্যালঘুর উপর হামলা,আহত ৩
খবরটি শেয়ার করুন:

ডেস্ক নিউজ: মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের  বিনোদপুর এলাকায় সোমবার সকাল সাড়ে ৮ ঘটিকার সময় বিনোদপুর গ্রামের কাশিনাথ এর বাড়ীতে এ ঘটনা ঘটে ।

স্থানীয়ভাবে জানাযায়,জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিন মেম্বার এর সাথে কথা কাটাকাটি হয় । এ সময় মামুন, নেয়ামত, বেলী, মাসুম নামের ৭-৮ জনের একটি সন্ত্রাসী বাহিনী কামিনাথের বাড়ীতে ব্যাপক ভাংচুর করে । মেম্বারের নির্দেশে কাশিনাথের স্ত্রী মনিরা (৩০), কাশিনাথ (৪০), সুমন (২৫) নামের তিনজনকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা । এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় কাশিনাথের স্ত্রী মনিরাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে । এ ঘটনায় শাহাবুদ্দিন মেম্বারে সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি ।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে । এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি । তদন্ত চলছে,তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

error: দুঃখিত!