সদর: মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে নৌপুলিশ ফাঁড়ির ট্রলার ডুবির ঘটনায় গুলি ও শর্টগান নিখোঁজ হয়ে যাওয়ায় ফাঁড়ির ইনচার্জসহ ৬ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সোমবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার আব্দুল মান্নান।
তিনি জানান, বরখাস্ত করা হয়েছে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইউনুস, এএসআই মো. আতিকুর, কনস্টেবল লেবু মুন্সী, আব্দুর রহমান, মো. হাফিজ ও নায়েক আবেদ আলী।
প্রসঙ্গত, গত ১৬ মার্চ রাত ১০টার দিকে ধলেশ্বরী নদীতে বিপরীতমুখী একটি জাহাজের ধাক্কায় মুক্তারপুর নৌপুলিশের ট্রলার ডুবে ৩টি শর্টগান ও ৬০ রাউন্ড শর্টগানের গুলি খোয়া যায়। এর মধ্যে গত শুক্রবার ধলেশ্বরী নদীতে নৌবাহিনীর একটি ডুবুরিদল উদ্ধার কাজে নেমে ট্রলারসহ খোয়া যাওয়া ১টি শর্টগান উদ্ধারে সক্ষম হলেও বাকি ২টি শর্টগান ও ৬০ রাউন্ড গুলির কোনো খোঁজ পায়নি।