২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৫:৪৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সীগঞ্জে ১টি ফেইসবুক আইডি’র দাম ১৫০ টাকা!
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: তথ্য-প্রযুক্তি আশীর্বাদের এই যুগে সামান্য একটি ফেইসবুক আইডি খুলে দিয়ে মুন্সীগঞ্জ শহরে একজন প্রযুক্তিপ্রেমী ব্যাক্তি’র কাছ খেকে রাখা হয়েছে ১৫০ টাকা!

আজ ৯আগষ্ট রোববার মুন্সীগঞ্জ শহরের কাচারীতে গ্রামীণফোন সেন্টারে আশ্চর্য এই ঘটনা ঘটে।

গ্রামীনফোন
রশিদের ছবি>

ঘটনা সম্পর্কে শহরের উত্তর কোর্টগাও এলাকার বাসিন্দা ভুক্তভোগী মো: দুলাল (৩০) জানান, তিনি আজ বিকেল সাড়ে ৪টা’র দিকে তার নতুন কেনা এন্ড্রয়েড ফোন নিয়ে একটি ফেইসবুক আইডি খুলতে শহরের কাচারীতে অবস্থিত মোবাইল সেবাদাতা কোম্পানী গ্রামীণফোন এর কাষ্টমার সার্ভিস সেন্টারে গেলে তার মোবাইলে ফেইসবুক এ্যকাউন্ট খুলে দিয়ে গ্রামীণফোনের লোগো ও ঠিক এই কাষ্টমার সেন্টারের ঠিকানা সম্বলিত একটি টাকা প্রাপ্তীর রশিদ যার ক্রমিক নং (৩৭৯০) ধরিয়ে দেয়া হয় যেখানে উল্লেখও করা হয়েছে এই টাকা ফেইসবুক আইডি খুলে দেয়া বাবদ গ্রহণ করা হয়েছে।

পরে ভুক্তভোগী মো: দুলাল রশিদটি হাতে নিয়ে দেখেন সেখানে ১৫০টাকা চার্জ করা হয়েছে। ঐ রশিদে একজন প্রতিনিধির স্বাক্ষর ও রয়েছে। একপর্যায়ে  ভুক্তভোগী মো: দুলাল একটি ফেইসবুক আইডি’র জন্য ১৫০ টাকা দিতে বাধ্য হন।

error: দুঃখিত!