ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় আজ সোমবার সকাল ১১টার দিকে বাস চাপায় সুরুজ মিয়া (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। তার বাড়ি টেংগারচর ইউনিয়নের বিশদ্রন ভাটেরচর গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে হাজী রাজা প্লাজার সামনে থেকে বাজার করে বাড়ি ফিরার পথে ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পাড় হবার সময় ঢাকা থেকে নোয়াখালীগামী হিমাচল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: কামরুজ্জামান রাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।