নিজস্ব প্রতিবেদক: আড়াই ঘণ্টা পর মুন্সীগঞ্জের ষোলঘরে যাত্রী নিয়ে পুকুরে পড়ে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু ও অন্তত ১৭ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর দুইটার দিকে ঢাকা থেকে দোহারগামী ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের ষোলঘর এলাকায় আরাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডুবে যায়।
সে সময়ে বাসে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে আহতরা জানান। বাসটি পুকরের অন্তত ১৫ ফিট পানিতে তলিয়ে যায়। এরপর সেনা, র্যাব, পুলিশ ও দমকল বাহিনীর ডুবুরিরা বিকেল সাড়ে চারটার দিকে বাসটি টেনে উপরে তোলে। তবে বাসের মধ্যে কোনো মরদেহ পাওয়া যায়নি।
খবর পেয়ে দুপুরেই স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর সদস্যরা ১৫ জনকে জীবিত উদ্ধার করে। পরে আরো ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
হাসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসান বলেন, ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শম্ভু বর্মন (৩৩) ও রমিজ আলী (৬০) নামের দুইজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা ও বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, একই দিনে সকালে শ্রীনগরের সমেষপুর এলাকায় মাওয়াগামী আপন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অজ্ঞাতনামা (২৫) এক যুবক নিহত ও ১৯ যাত্রী আহত হন।
এছাড়া বেলা ১১টার দিকে লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পিকআপ ভ্যানচাপায় মোটর সাইকেল চালক জিয়াউর রহমান নিহত হন।