শুক্রবার দুপুরে লৌহজংয়ের কনকসারে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে এই জাদুঘরের উদ্বোধন করা হয়।
এ সময় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কার্যালয় ও আবদুল জব্বার খান মুক্তমঞ্চেরও উদ্বোধন করেন মুহিত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেনিন।
প্রাথমিকভাবে ৩৫টি আলমারিতে ২০ হাজারের বেশি বই রাখা হয়েছে এ গ্রন্থ জাদুঘরে।
তালপাতার বই, তুলট কাগজের বই, খোদাই করা ছাপার বই, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বই এবং বাংলা সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ এই জাদুঘরে স্থান পেয়েছে।
অন্যদের মধ্যে অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক, প্রকৌশলী ঢালী আবদুল জলিল, স্থপতি রবিউল হুসাইন, ইনটেরিয়ার ডিজাইনার নাজনীন হক মিমি ও জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন।