২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | ভোর ৫:০৩
মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাচন; আনিসের বিকল্প কে?
খবরটি শেয়ার করুন:

শিহাব আহমেদঃ

আগামী ৩১ মার্চ ইভিএমের মাধ্যমে মুন্সিগঞ্জ সদর উপজেলার ভোটগ্রহন হতে যাচ্ছে। এ নির্বাচনে হেভিওয়েট এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় সূত্র থেকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আনিসুজ্জামান আনিসের বিকল্প যিনি হয়ে উঠেছেন তিনি একসময়ে তারই রাজনৈতিক সহকারিদের মধ্যে একজন। শুধু তাই নয়, একসময়ে আনিসের সকল রাজনৈতিক কর্মসূচি পালন হতো কল্লোলের হাত ধরেই। ছিলেন আনিসের আপন ছোট ভাই খালেকুজ্জামান খোকার ছেলে শহর ছাত্রলীগের তৎকালীন সভাপতি তাসলিমুজ্জামান তাপস হত্যাকান্ডের প্রধান স্বাক্ষী।

২০০৫ সালে পারিবারিক কোন্দলের জেরে আপন চাচার হাতে খুন হন তাপস। ছোট ভাই আনিসুজ্জামান বাদী হয়ে বড় ভাই মোহাম্মদ মহিউদ্দিন ও তার ছেলে বর্তমান মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবকে আসামি করলে ওই হত্যা মামলায় পিতা-পুত্র জেল খাটেন। শুরু হয় রাজনৈতিক পালাবদল।

তাপস হত্যাকান্ডের পরে বড় ধরনের ধাক্কা খায় মুন্সিগঞ্জের এযাবৎকালের সবচেয়ে প্রভাবশালী এই রাজনৈতিক পরিবারটি। এরপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রতিকুলতা মোকাবেলা করে এ পরিবারের রাজনৈতিক ঐত্যিহ্য এখনো ধরে রেখেছেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস এবং যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বিশেষ করে মুন্সিগঞ্জের চরাঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় ও পছন্দের ব্যাক্তি আনিসের প্রধান প্রতিদ্বন্দি কল্লোল ব্যাক্তি ইমেজের কারনে ভোটের মাঠে এগিয়ে থাকলেও দীর্ঘ ৫৭ বৎসর রাজনীতিতে যুক্ত থেকেও নিজের জন্য স্বতন্ত্র ব্যাক্তি ইমেজ তৈরি করতে পারেননি আনিস। যেখানে কল্লোলের রাজনৈতিক বয়স মাত্র ৩৫।

এদিকে, আনিসের দুই ছেলে আক্তারুজ্জামান রাজিব ও জালাল উদ্দিন রুমি রাজন বেশ প্রতাপের সাথে রাজনীতিতে জড়িত থাকলেও মাহতাব উদ্দিন কল্লোলের এক ছেলে মেহরাব রক্তিম বর্তমানে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য। আনিসের দুই ছেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা/অভিযোগ থাকলেও রাজনীতিতে নবীন কল্লোলের ছেলের বিরুদ্ধে কোথায়ও কোন অভিযোগ নেই।

তবে, আনিস সমর্থকদের মতে এই মুহুর্তে আনিসের কোন বিকল্প নেই। গত দুই মেয়াদেও দক্ষ চেয়ারম্যান আনিস যে সকল কাজ শেষ করতে পারেননি সেগুলো শেষ করতেই আনিসকে আরও এক মেয়াদে উপজেলা চেয়ারম্যান হতে হবে।

আর কল্লোল সমর্থকরা মনে করেন, তারুণ্যনির্ভর নতুন মুখ হিসেবে কল্লোল কে চাইছেন ভোটাররা। একটি পরিবারের কাছে জিম্মি হয়ে থাকা রাজনীতিকে নতুন নেতৃত্বের মুখোমুখি করা উচিৎ বলে দাবি করছেন তারা।

error: দুঃখিত!