মুন্সীগঞ্জ সদরে মানিকপুর এলাকায় একটি রিকশা গ্যারেজে হাতবোমার বিস্ফোরণে গ্যারেজ মালিক মো. শাজাহান(৩৪) আহত হয়েছেন।
বুধবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাজাহান গ্যারেজ খুলে ভেতরে ঢুকে খাটের নিচে একটি কালো ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগটি নিয়ে ময়লা ফেলার জায়গায় ছুড়ে মারলে একটি বোমার বিস্ফোরণে শাজাহান আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সেখান থেকে একটি তাজা হাতবোমা উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।