মুন্সিগঞ্জ ১০ ডিসেম্বর, ২০১৯, মোঃ রুবেল ইসলাম তাহমিদ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে প্রবেশের প্রধান সড়ক মুক্তারপুর-সিপাহীপাড়া ও মুক্তারপুর-মুন্সিগঞ্জ সড়কের পেট্রোলপাম্প নামক এলাকার দুই পাশে থাকা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ প্রায় দুই শতাধিক দোকান, বিলবোর্ড ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের একটি উচ্চ পর্যায়ের টিম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং , পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ বাহিনীকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুর রহমান ফারুকী জানান, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এজন্য সড়কের জায়গা থেকে দখলদার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে নোটিশ ও মাইকিং করা হয়েছে।