১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:০৩
মুন্সিগঞ্জ সদরে ইয়াবা সহ আটক ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ৮ ডিসেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই থেকে ইয়াবা সহ একজনকে আটক করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, রবিবার (৮ ডিসেম্বর) মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পঞ্চসারের মিরেশ্বর এলাকার বাস্তুহারা গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে আব্দুর রহিম কে ১২০ পিস ইয়াবা সহ আটক করে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সালাহ্উদ্দিন গাজী ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘আটক আসামী একজন চিন্থিত মাদক ব্যবসায়ী। সে কক্সবাজার সহ বিভিন্ন এলাকা থেকে মাদক এনে মুন্সিগঞ্জে বিক্রি করতো।’

তিনি এসময় আরও জানান, ‘তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে রিমান্ডে এনে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। ’

error: দুঃখিত!