২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৬:৩৭
মুন্সিগঞ্জ শহরের শাহাদ ফ্যাশনে ঈদ কেনাকাটা করলেই বাইক জেতার সুযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে মাত্র ১ হাজার টাকার শপিং করলেই মিলবে একটি ১৬০ সিসির বাইক জেতার সুযোগ।

স্বনামধন্য পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান স্টানিং বাই শাহাদ ফ্যাশন নিয়ে এসেছে এই আকর্ষণীয় উদ্যোগ।

শনিবার বিকালে শহরের খালইস্ট এলাকার মিলন কমপ্লেক্সে শাহাদ ফ্যাশনের শোরুমে কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহাদ ফ্যাশনের কর্ণধার মো. মাহাদি শাহাদ।

এসময় তিনি জানান, এবারের ঈদুল ফিতরে শাহাদ ফ্যাশন থেকে ১ হাজার টাকার শপিং করলে মিলবে একটি টোকেন। সেই টোকেন থেকে ঈদুল ফিতরের আগের দিন লটারির মাধ্যমে বিজয়ী পাবেন ১৬০ সিসির সুজুকি জিক্সার মোটরসাইকেল।

এছাড়াও থাকবে একটি সারপ্রাইজ বক্স। থাকবে- ওয়ালটন ফ্রিজ, জর্ডান স্নেকার্স, ব্লেন্ডার মেশিন, পাঞ্জাবি, ও নগদ টাকাসহ সর্বমোট ৫ লাখ টাকার পুরষ্কার।

ঈদ উপলক্ষে স্টানিং বাই শাহাদ ফ্যাশনে রয়েছে ছেলেদের টিশার্ট, প্যান্ট, পাঞ্জাবি-শার্টসহ সকল ধরনের প্রোডাক্ট।

error: দুঃখিত!