মুন্সিগঞ্জ, ১৭ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে নবান্ন আর শীতের পূর্বাভাসের ঋতু হেমন্তকে বরণ করে নিতে উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭অক্টোবর) সকালে ভোরে আলোয় ফোটার পরই ইদ্রাকপুর কেল্লার সামনে অন্বেষণ বিক্রমপুরের আয়োজন গান-আবৃত্তি, নৃত্য সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে বিশিষ্ট সুরকার ও লোকশিল্পী শিশির রহমান ও তার দল। এছাড়াও এতে অংশ নেয় জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
অন্বেষণ বিক্রমপুর সংগঠন ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাছিরউদ্দিন উজ্জ্বল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সভাপতি এড. শাহীন আমানউল্লাহ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, বর্তমান সহ-সভাপতি গোলজার হোসেন, সাংবাদিক ও শিক্ষক ফারহানা মির্জা বন্যা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, নাট্যকার জাহাঙ্গীর হোসেন ঢালী, সাংবাদিক মাহবুব আলম জয়, আরাফাত রায়হান সাকিব।