১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৩:১৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ পৌরসভায় কাউন্সিলর জাকিরের নগদ অর্থ বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বৈশ্বিক মহামারি করোনার কারনে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত অসহায় ১ হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন মুন্সিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোহাম্মদ জাকির হোসেন।

শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পাঁচঘড়িয়াকান্দী এলাকার মরহুম বারেক বেপারী স্মৃতি সংসদ কার্যালয় থেকে মুন্সিগঞ্জ পৌরসভার বিভিন্ন শ্রেণী-পেশার ১ হাজার মানুষের মাঝে তিনি এই অর্থ সহায়তা প্রদান করেন।

জাকির হোসেন জানান, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাসের নির্দেশনায় পৌরসভার ৯ নং ওয়র্ডের ১ হাজার ক্ষতিগ্রস্ত, অসহায় পরিবারের মাঝে পরিবার প্রতি ৫০০ টাকা করে নগদ প্রদান করা হয়।

শনিবার সকাল থেকে এই নগদ অর্থ প্রদান করা হবে বলে জানা গেছে।

এদিকে গতকাল শুক্রবারও পৌরসভার ৯ নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়।

শুক্রবার দুইশত পরিবারের মাঝে পৌরসভার বরাদ্দকৃত ১০ কেজি করে চাল এবং কাউন্সিলরের ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১০০ করে টাকা প্রদান করা হয়।

এছাড়া কাউন্সিলের নিজস্ব সামাজিক সংগঠন আব্দুল বারেক বেপারী স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল শুক্রবার স্থানীয় মসজিদে একটি জীবানুণাশক টার্নেল স্থাপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু ও সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট মাহমুদ হাসান সাগর।

এ বিষয়ে মুন্সিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোহাম্মদ জাকির হোসেন বলেন, এই মহামারির বিপর্যস্ত সময়ে দিনমজুর শ্রমিক শ্রেনীর মানুষ কর্মহীন হয়ে অসহায় দিন কাটাচ্ছে। সরকারের সহযোগিতার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সকলের উচিৎ এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো।

তিনি বলেন, এ কারণে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে ও মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল দাসের সার্বিক সহযোগিতায় করোনা মহামারির শুরু থেকেই অসহায় মানুষের জন্য কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছি। এছাড়া মুন্সিগঞ্জ পৌরসভার বরাদ্দ নিয়মিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রেখেছি।

error: দুঃখিত!