মুন্সিগঞ্জ ৩০ নভেম্বর, ২০১৯, মিরকাদিম প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিমে পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের আয়োজনে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০নভেম্বর) বিকেলে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা।
মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান তারিফ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহবাজ মোল্লা আশিক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. মিজানুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, কাউন্সিলর আব্দুল মজিদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্য বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া, হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি মো. নিবির আহমেদ, মুন্সিগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর।