স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা শহরে মিলাদ, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জ জেলা শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য সংলগ্ন সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া আফসু, সদর উপজেলা যুবলীগের সভাপতি বাদল রহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর নার্গীস আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল প্রমুখ।