অবশেষে মুন্সিগঞ্জের ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা’র নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
২৮ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ন সচিব অশোক কুমার বিশ্বাস স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলকে আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.হারুন-অর-রশীদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জুনায়েদ হোসেন, মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ওয়াহিদুজ্জামান পান্নু ও দৈনিক প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি তানভীর হাসান।
এছাড়া একই প্রজ্ঞাপনে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।