৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১১:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ কারাগার থেকে ৫ শিক্ষার্থীকে মুক্ত করেছে সেনাবাহিনী-প্রশাসন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ আগস্ট ২০২৪, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)

গেল রোববার (৪ আগস্ট) শহরের সুপারমার্কেট চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে কর্মসূচিতে অংশ নেয়া গ্রেপ্তারকৃত ৫ শিক্ষার্থীকে কারাগার থেকে মুক্ত করে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে জেলা কারাগার থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের সমন্বয়ে তাদের জামিনের ব্যবস্থা করে মুক্ত করা হয়।

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বে থাকা কর্মকর্তা ক্যাপ্টেন চার্লস ও জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন আমার বিক্রমপুর কে এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগার থেকে মুক্ত শিক্ষার্থীরা হলেন- শহরের ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মাহবুব ইসলাম নিহাদ (২২) ও আজমাইন হোসেন লিখন (২২)। বাকিদের নাম পরিচয় প্রাথমিক অবস্থায় জানা সম্ভব হয়নি।

জেলা প্রশাসক বলেছেন, ‘এদের বাইরে কোন শিক্ষার্থী যদি কারাগারে গ্রেপ্তার থাকে তাদের বিষয়ে তথ্য পেলে সর্বোচ্চ সহযোগিতার মধ্য দিয়ে তাদেরও মুক্ত করা হবে।’

এছাড়া জেলাবাসীকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন জেলা প্রশাসক ও সেনাবাহিনীর ওই কর্মকর্তা।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!