মুন্সিগঞ্জ ৮ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনের সূত্র ধরে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশের সূত্র ধরে ক্ষোভে ফুসে উঠেছে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ইতিমধ্যে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় এর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি বিনা প্রতিদ্বন্দিতায় মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মুন্সিগঞ্জ জেলায় তার বিপুল পরিমাণ কর্মী-সমর্থক রয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ এর ব্যক্তিগত সহকারি ও সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শামিম হোসেন বলেন, ‘মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন সাহেব কে নিয়ে যে মিথ্যা বানোয়াট কথিত মানববন্ধন এর ছবি দিয়ে ভুয়া নিউজ করা হয়েছে, সেই ছবিতে যে সকল ব্যক্তিদের দেখা যাচ্ছে, তাদের কারো ঠিকানা মুন্সিগঞ্জ নয়। তাদের প্রত্যেকের মুখ ছিল কালো কাপরে বাধা। পূঙ্খানুপুঙ্খ ভাবে তদন্তের মাধ্যমে এর মধ্যে একজনকে পাওয়া যায়। নাম বশির উদ্দিন। বশির উদ্দিন জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে পোষ্টার, বই বিক্রী করে। তার মুখের কথানুযায়ী তাকে ৩০০ টাকার বিনিময়ে কথিত মানববন্ধনে দাড়া করানো হয়।তিনি আরো বলেন ”এটা তো আমাদের নিত্য দিনের একটা কাজ, প্রতিদিন কত মানুষ আসে আমাদের বলে একটা পোস্টার নিয়ে ১ মিনিট দারিয়ে থাকবেন, তার বিনিময়ে ২০০ টাকা পাবেন। আমরাও দাড়িয়ে যাই। ১ মিনিটে ২/৩শ টাকা রোজগার করার আর ভাল উপায় কি আছে?” এবার আশা যাক নিউজে….. ঐ অনলাইন নিউজে যেসমস্ত আওয়ামী লীগ নেতার নাম আছে, যেমন আল আমিন, শ্যামল, হাসান, মুন্সিগঞ্জবাসীর কাছে আমার প্রশ্ন আদৌ কি এই নামের কোন আওয়ামী লীগ নেতা কে আপনারা চিনেন?
অপরাজনীতির একটা সীমা থাকে।’