মুন্সিগঞ্জ, ১২ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণ মামলায় মাহিন মৃধা (২৩) নামের এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
রোববার (১২ মে) মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ফাইজুন্নেছা এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামি টংগিবাড়ী উপজেলার নশংকর গ্রামের জুয়েল মৃধার ছেলে।
জানা যায়, ২০১৭ সালের ১১ জুলাই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে টংগিবাড়ী থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। দীর্ঘ ৭ বছর পর যুক্তিতর্ক শুনানি শেষে এ রায় দেন আদালত। অপরাধী মাহিন মৃধা ঘটনার সময় শিশু থাকায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
চার্জশিটে বলা হয়, ভুক্তভোগী ওই শিশুকে ২০১৭ সালের ১০ জুলাই বিকেল ৫টার দিকে টংগিবাড়ী উপজেলার নশংকর এলাকার খেলার মাঠ থেকে জোর করে বাগানে নিয়ে ধর্ষণ করেন মাহিন।
সেসময় শিশুটি প্রাণে বাচলেও মানসিক ও শারিরীকভাবে অসুস্থ হয়ে প্রথমে টংগিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মো. লাবলু মোল্লা এসব তথ্য নিশ্চিত করেন।