৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ১:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ৪০ ফুট গাছের উপড়ে আটকে গেলো যুবক, অত:পর উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে গতকাল সোমবার রাতে সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়ায় একটি গাছের ডাল ভেঙ্গে পড়েছিলো। নিজ বসতভিটার ‍উপর ভেঙ্গে পড়া ওই ডাল কাটতে আজ মঙ্গলবার সকালে গাছের ৪০ ফুট উচ্চতায় চড়েন যুবক।

কিন্তু গাছ চড়ে নীচ নামতে গিয়ে ওই যুবক পড়েন বিড়ম্বনায়। পরিশেষে ফায়ার সার্ভিসের কর্মীদের ডাকা হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীদের ঘন্টাখানেকের চেষ্টায় গাছের ৪০ ফুট উপর থেকে উদ্ধার করা হয় ঐ যুবককে।

ঘটনাটি ঘটেছে জেলার টংগিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামে। উদ্ধার করা যুবকের নাম মো. ফাহিম (২৩)। সে ওই গ্রামের হাবিবুর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দিনগত রাতে সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যায় বেশনাল গ্রামে। এ সময় ওই গ্রামের হাবিবুর মিয়ার বসতভিটার সুইচ একটি কড়াই গাছের ডাল ভেঙ্গে ঝুলে থাকে। আজ সকাল ৬ টার দিকে হাবিবুরের ছেলে ফাহিম ঝুলে থাকা ডাল কাটতে গাছের উপর চড়েন। তাও চড়েন ৪০ ফুট উচ্চতায়। এরপর ডাল কেটে নীচ নামতে গেলেই বিপত্তি বাঁধে। ভয়ে নীচে নেমে আসতে পারছিলো না ফাহিম। গাছের উপর আটকে যান তিনি। এ দৃশ্য দেখার জন্য হাবিবুরের বাড়ির গাছের নীচে ভীড় জমে যায়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের লিডার মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি দল সকাল ৮ টার দিকে ঘটনাস্থলে পৌছায়। এরপর ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে গাছের ৪০ ফুট উপড় থেকে আটক পড়া যুবককে উদ্ধার করতে সক্ষম হন।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!