সারা দেশের মতো মুন্সিগঞ্জে প্রথমদিনের এসএসসি ও সমমানের পরীক্ষা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ জেলার ২৫টি কেন্দ্রে এ বছর মোট ১৫ হাজার ৫৫৭ জন পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করছে।
সোমবার পরীক্ষার প্রথমদিন হওয়ায় সকাল ৯টা থেকেই পরীক্ষা কেন্দ্রগুলো পরীক্ষার্থী ও অভিভাবকদের আনন্দ মুখর উপস্থিতিতে স্বরগরম হয়ে উঠে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. হারুন উর রশীদ জানান, প্রথমদিনে সুন্দর পরিবেশে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, প্রথমদিনের মতো সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে প্রতিটি পরীক্ষা শেষ হবে।