মুন্সিগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক
মুন্সিগঞ্জ, ২৩ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের একটি টিম তাদের আটক করে। আটককৃতরা হলেন- কুমিল্লার মুরাদপুর এলাকার মৃত চারু মিয়ার পুত্র রুনু আক্তার ওরফে সোহানা (৩৭) ও কোতয়ালী থানার গর্জনখোলা এলাকার আন্জুমান আক্তার সুমাইয়া (২০)। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। এছাড়া এই নারীদের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে। উভয় ব্যক্তি মাদক কারবার সংক্রান্তে গ্রেপ্তার হয়ে কুমিল্লা...
14
মুন্সিগঞ্জ, ২৩ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের একটি টিম তাদের আটক করে।
আটককৃতরা হলেন- কুমিল্লার মুরাদপুর এলাকার মৃত চারু মিয়ার পুত্র রুনু আক্তার ওরফে সোহানা (৩৭) ও কোতয়ালী থানার গর্জনখোলা এলাকার আন্জুমান আক্তার সুমাইয়া (২০)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। এছাড়া এই নারীদের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে। উভয় ব্যক্তি মাদক কারবার সংক্রান্তে গ্রেপ্তার হয়ে কুমিল্লা জেলা কারাগারে আটক ছিল।


