১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ৮:০৩
মুন্সিগঞ্জে ১০০ বোতল ফেনসিডিলসহ র‌্যাবের হাতে ধরা দুই ‘মাদক ব্যবসায়ী’
খবরটি শেয়ার করুন:
17

মুন্সিগঞ্জ, ১৯ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ১০০ বোতল ফেনসিডিলসহ র‌্যাবের হাতে ধরা পড়েছেন দুই ব্যক্তি। র‌্যাব বলছে ওই ব্যক্তিরা ‘মাদক ব্যবসায়ী’। এসময় একটি মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করা হয়।

মঙ্গলবার রাত ৮টার দিকে র‌্যাব-১০ উপজেলার কুকুটিয়া বাজার এলাকায় অভিযানে যায়। এসময় একটি মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে মাদক বহনকালে ধরা পড়েন তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীনগরের দাইসার এলাকার মৃত ইসমাইল হাওলাদারের পুত্র মো. ওয়াসিম হাওলাদার বাতেন (৪৩) ও কলেজপাড়া এলাকার মো. ইসলামের পুত্র মো. সোহাগ শেখ (২৩)।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত মোটরসাইকেল ও ইজিবাইকে করে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’