২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:৩০
মুন্সিগঞ্জে স্যার জগদীশ চন্দ্রের ১৬২তম জন্মজয়ন্তী পালিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ৪ ডিসেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিশ্ববিখ্যাত বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর ১৬২তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার রাঢ়ীখালে বিজ্ঞানীর পৈত্রিক ভিটায় স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই বিখ্যাত বিজ্ঞানীর জন্মজয়ন্তী পালন করা হয়। 

এ উপলক্ষে বেলা সাড়ে ১১ টার দিকে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জগদীশচন্দ্র বসু গাছের যে প্রাণ আছে, তা প্রমাণ করার মাধ্যমে সারা বিশ্বে আলোচিত হয়েছেন। আজ থেকে ১৪০-১৫০ বছর পূর্বে গাছের প্রাণের বিষয়টি আবিষ্কার করেছিলেন তিনি। সেই বিজ্ঞানীর বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলতে পেরে আমি আনন্দিত। ১শ জন বরেন্য ব্যক্তির তালিকায় জগদীশচন্দ্র বসুর নাম রাখার জন্য সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান। ২০২০ সালের জানুয়ারি মাসে স্যার জগদীশচন্দ্র বসুকে নিয়ে স্মরণ সভার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।  

স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিশন ও কলেজ পরিচালনা কমিটি সভাপতি ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী, মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খাঁন প্রমুখ। 

উল্লেখ্য, জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু ১৮৫৮ সনের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন।

error: দুঃখিত!